একদিনে গুলিয়াখালি সী বিচ+চন্দ্রনাথ পাহাড়+খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ 😍।
যেভাবে যাবেন:
ঢাকা-সীতাকুণ্ড (বাস ভাড়া ৪৮০টাকা/পার্সন)।সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি তে করে গুলিয়াখালি সী বিচ (২০-৩০টাকা/পার্সন)। গুলিয়াখালি -সীতাকুণ্ড বাজার (২০টাকা/পার্সন)।সীতাকুণ্ড বাজার-চন্দ্রনাথ পাহাড়(২০টাকা/পার্সন)।চন্দ্রনাথ পাহাড়-সীতাকুণ্ড বাজার(২০টাকা/পার্সন)।সীতাকুণ্ড বাজার-খৈয়াছড়া পয়েন্ট (লেগুনা ৪০০-৬০০ টাকা/বাস)।খৈয়াছড়া পয়েন্ট -হাইওয়ে(সিএনজি ২৫টাকা/পার্সন)।সীতাকুণ্ড -ঢাকা(বাস ভাড়া ৩৫০টাকা/পার্সন)।
সাবধানতা :
গুলিয়াখালি তে সিএনজি তে নামার পর প্রায় ১ কি.মি. হাঁটতে হয়।অনেক পিচ্ছিল।আর আমরা ৩ বার সাপ দেখছিলাম এমনকি সাগরের পানিতেও।
চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় বাঁশ নিবেন আর অবশ্যই মিনিমাম ২ লিটার পানি নিবেন(১ লিটার নরমাল+১লিটার স্যালাইন পানি নিলে ভালো হয়।সীতাকুণ্ড বাজার থেকে ঠাণ্ডা পানি কিনলে নামার সময়ও পানি ঠাণ্ডা থাকে)।
খৈয়াছড়ায় যাবার সময় ঝর্না রেস্ট হাউস এ ব্যাগ রেখে যাবেন(এছাড়া আরোও রেস্ট হাউস আছে)।উনাদের ব্যবহার খুবই ভালো।আসার সময় এখানে ড্রেস চেঞ্জ +খাইতে পারবেন(কম দামে ভালো খাবার)। আর অবশ্যই বাঁশ নিবেন।রাস্তা অনেক পিচ্ছিল আর রিস্কি 😖।
আমরা ৭ জন গিয়েছিলাম।১৩তারিখ রাত ১২টায় রওয়ানা দিয়ে ১৪তারিখ রাত ১২:৩০ এ আবার ঢাকায় ব্যাক করেছি।পার পার্সন ১৩০০টাকার মতো লেগেছে(খাওয়া সহ)
## প্রতিটা যায়গায় খালি বোতল, চিপস এর প্যাকেট দেখছি।২ লিটার পানি নিয়ে উঠতে/যেতে পারলে ১০০গ্রাম বোতল নিয়ে নামতে/আসতে তো কোন প্রবলেম হবার কথা না।প্লিজ কেউ এসব ফেলে আসবেন না 😊।
0 Comments