বর্ষাতে জোয়ার ভাটার মাঝে বৃষ্টিতে ভিজে বন দেখা বেশ মজা । সাথে পাবেন হরিণের ছুটোছুটি । শ্বাস মুল বা লোনা জলের গাছ দেখতে চমৎকার । এখানে বন আছে, বন্য প্রাণি আছে সাথে বীচ । আর কি চাই ?
ঘুরে আসুন এই বর্ষায় ।। ছবিগুলি গত দুদিনের ।
এত চমৎকার প্লেস বাংলাদেশে কমই আছে । প্রাণি অভয়ারণ্য আইল্যান্ড আর কই ?
ঢাকা থেকে লঞ্চে হাতিয়া । বিকেলে উঠবেন সকাল ৯ টার দিকে হাতিয়া আইল্যান্ড । এরপর নাস্তা সেরে বাইকে নিঝুম । সময় দু ঘন্টার মত । লঞ্চ ভাড়া নিবে ক্যাবিন প্রতি সিট ১১০০/- বা কিছুটা কম । বাইক ভাড়া প্রতিজন ২৫০/- (হাতিয়া থেকে নিঝুম ঘাট) । নিঝুম ঘাট থেকে একদম মাঝ বাজার বাইকে ১০০/- মত আর নিঝুমে নদী পারাপারে যাবে ২০/- তবে স্পীড বোট ৬০/- ।
হাতিয়া থেকে ঢাকা লঞ্চেই ফিরবেন । ছাড়ে দুপুর ১২.৩০/ ১৩.৩০ মিনিটে । যদি চট্টগ্রাম থেকে আসতে চান তাহলে লঞ্চে সদরঘাট থেকে হাতিয়া । ছাড়ে ৯ টায় আর পৌছাবেন ১৬.৩০ মিনিটের দিকে । ভাড়া ৩৫৫/- প্রায় । নিঝুমে হোটেল ভাড়া এখন কম । প্রতি রুম ৮০০/- চার জন থাকা যায় । তবে শীতকালে বেশি ।
নোট - আইল্যান্ড পরিচ্ছন্ন রাখবেন । ময়লা যেখানে সেখানে ফেলবেন না । হরিণ বিচরন করে এমন এলাকায় চুপচাপ থাকবেন ।
0 Comments