Nataisuto

let's go Nikolai Haor, Kishoreganj নিকলি হাওড়, কিশোরগঞ্জ।

Nikolai Haor, Kishoreganj
Take a day to visit from the small budget of Dhaka from the Nikolai Haor of Kishoreganj district. Walking in the boat on the wide open waterside of haors, villages like the waking island between the water, small jalabs like nightlings, feed the fresh fish of the haor .. All are a place ideal for one day excursion. In the crowded tourist sites, people are now waiting to live in the crowd, in these Kishoreganj districts, these notorious haors will give you a nice day to roam the way you like. If you wish to rent big boats and have a boat at night. Now is the proper time to travel to haor at the end of the monsoon.
নিকলি হাওড়, কিশোরগঞ্জ।
হাতে একদিন সময় নিয়ে ঢাকা থেকে খুব অল্প বাজেটের মাঝেই ঘুরে আসুন কিশোরগঞ্জ জেলার নিকলি হাওড় থেকে। হাওড়ের দ্বিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানো, পানির মাঝে জেগে থাকা দ্বীপের মত গ্রাম, রাতারগুলের মত ছোট জলাবন, হাওড়ের তাজা মাছ ভোজন.. সব মিলিয়ে একদিনের ট্যুরের জন্য আদর্শ একটি জায়গা। পপুলার ট্যুরিস্টপ্লেস গুলোতে মানুষের ভিড়ে এখন টেকা দায়, সেক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার এইসব অখ্যাত হাওড় আপনাকে দেবে নিজের মত করে নিরিবিলিতে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর একটি দিন। ইচ্ছে হলে বড় নৌকা ভাড়া নিয়ে রাতে নৌকায় থাকার ব্যবস্থা আছে। বর্ষার শেষে এখনই হাওড় ভ্রমণের উপযুক্ত সময়।

_________________
Way to go: Kishoreganj town on the train or bus from Dhaka - From the front of Kishorgonj station, renting boats from Nikli-Ghat in CNG in the CNG.
** One day plan: Kishoreganj will leave at Kamalapur at eleven minutes after going to train at Agarindpur on 7.15am. One hour from the station Nikli Haor cng Where cng will be dropped, some hotels will be available nearby fair quality. Fresh fish from the haor will go to the boat from the cemetery to the boat. Return to the hawr between the haors and the evening. From Nikolai to Kishoreganj back in the night at Dhaka.
যাওয়ার পথ: ঢাকা থেকে ট্রেন বা বাসে কিশোরগঞ্জ শহর - কিশোরগঞ্জ স্টেশানের সামনের থেকে সিএনজিতে নিকলি - ঘাট থেকে নৌকা ভাড়া করে হাওড়ে।
**একদিনের প্ল্যান: কমলাপুর থেকে সকাল ৭.১৫ তে এগারোসিন্ধুর ট্রেনে উঠলে ১১ টায় কিশোরগঞ্জ নামিয়ে দেবে। স্টেশান থেকে নিকলি হাওড় cng তে একঘন্টা। যেখানে cng নামিয়ে দেবে, পাশেই কিছু হোটেল পাবেন মোটামুটি মানের। হাওড়ের ফ্রেশ মাছ দিয়ে লাঞ্চ সেরে ঘাট থেকে দরদাম করে নৌকায় উঠে যাবেন। হাওড়ে ঘুরে সন্ধ্যার মাঝে ঘাটে ফিরে আসবেন। নিকলি থেকে কিশোরগঞ্জ ফিরে রাতের বাসে ঢাকায়।
Cost: 175 taka / bus fares from Dhaka to Kishoreganj train, 200 taka for Nikolai CNG fare from Kishoreganj, 100 taka for every boat ticket from Nikoli Ghat and Tk 1000 for all day.
** WARNING: From the comments of many people in the post, I found out that the place was not safe at night. So if the big group is not in the boat, then Better can not stay in the boat.
**খরচ: ঢাকা থেকে কিশোরগঞ্জ ট্রেনে ১৭৫ টাকা/বাস ভাড়া ২০০ টাকা , কিশোরগঞ্জ থেকে নিকলি সিএনজি ভাড়া ১০০ টাকা প্রতিজন , নিকলি ঘাট থেকে নৌকা ভাড়া সারাদিনের জন্য ১০০০ টাকার মাঝে।
**সতর্কতা: পোস্টে অনেকের কমেন্ট থেকে জানতে পারলাম, রাতের বেলা জায়গা টা নিরাপদ নয়। তাই বড় গ্রুপ না হলে নৌকায় রাতে না থাকাই বেটার।
Wherever you go to haor, rivers, hills, seas, do not leave unknowable polybags, plastic bottles or chocolates with you, be careful.
# হাওর,নদী,পাহাড়, সাগর যেখানেই যান আপনার সাথে থাকা অপচনশীল পলিব্যাগ, প্লাস্টিকের বোতল অথবা চকোলেটের একটি খোসাও যেন ফেলে না আসেন, খেয়াল রাখবেন।

Post a Comment

0 Comments