Nataisuto

২৫ শে মার্চ লেখক রবিন জামান।

১৮৫৭ । সিপাহী বিপ্লবকে পায়ের নীচে পিষে ফেলতে কোম্পানী সৈন্যরা কচুকাটা করছে লালবাগ কেল্লার আশ্রয়ে থাকা ভারতীয়-বাংগালী দেশীয় সিপাহীদের । এর মাঝে কোম্পানী কমান্ডার ‘আর্থার মেয়ো’র কড়া নির্দেশে বিশেষভাবে খোঁজ চলছে দেশীয় এক সুবাদারের । তার কাছে আছে বিশেষ কিছু, যেটি ইংরেজ সরকারের চাই-ই চাই ! . ১৯৭১ এর ২৫ শে মার্চের কালরাত্রি । ঢাকাবাসীর উপরে নরক ভেংগে এসেছে! সেই তান্ডবলীলার মাঝখানে পাকিস্তানী সেনাবাহিনীর এক ছোট্ট স্পেশাল টিম স্বয়ং ইয়াহিয়া খানের নির্দেশে খুঁজে বেড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে; আরও নির্দিষ্ট করে বললে অধ্যাপকের কাছে থাকা একটি বাক্সকে ! . ২০১৪ । মোহাম্মদপুর, বসুন্ধরা সিটি হয়ে পুরানো ঢাকার অলিগলিতে ছুটে বেড়াচ্ছে সদ্য অ্যামেরিকা ফেরৎ এক মেয়ে, সাথে জেল পালানো খুনের মামলায় সন্দেহভাজন একজন। . তিনটি ঘটনারই যোগসূত্র প্রাচীন একখানা প্রায় ক্ষয়ে যাওয়া অ্যান্টিক কয়েন, পা-ভাংগা এক ঘোড়ার মূর্তি আর তার সাথে জড়িয়ে থাকা সুপ্রাচীন ভারতীয় উপমহাদেশের এক গুপ্তসংঘের রহস্য ! সকালে এক মগ চা আর সাথে ‘রবিন জামান খান’ এর ‘২৫ শে মার্চ’ !

Post a Comment

0 Comments