Nataisuto

একটি ই-কমার্স ওয়েবসাইট খুলে ব্যাবসা চালু করবেন যেভাবে। ই-কমার্স ব্যাবসা পর্বঃ০১

বাঙ্গালি  অলস জাতি নয় কখনও এরা যদি সঠিক গাইডলাইন পায় তবে তারা অসম্ভব কে সম্ভব করে দেখায়।
বর্তমানে সবচেয়ে বেশি পরিচিত ব্যবসা হলো ই-কমার্স।
★ই-কমার্স কী?
ই-কমার্স হলো অনলাইন ভিত্তিক এমন একটি বাজারব্যবস্থা যেখানে আপনার পন্যকে উপস্থাপন করে আপনিও আপনার পন্য বিক্রি করতে পারবেন। সহজ কথায় এটাই ই-কমার্স।
বর্তমানে সবচেয়ে বেশি পন্য বিক্রি হচ্ছে ই-কমার্স এ। সকলেই চায় তাদের প্রয়োজনীয় পন্য বাসা বসে ক্রয় করতে।

আপনার করনীয় বিষয় গুলো নিয়ে বিসদ আলোচনা করবো।
পন্য বাছাইঃ প্রথমে আপনাকে বাছাই করতে হবে আপনি কিধরনের পন্য নিয়ে আপনার ব্যাবসা শুরু করবেন। একটু গুগল সার্চ করে দেখেন তো কি কি পন্য সবচেয়ে বেশি বিক্রি হয়। আপনি যদি ভালো হাতের কাজ জানেন তবে হ্যান্ডক্রাফট এর কাজ করাটা সবচেয়ে উত্তম। এর বাহিরে আপনি গহনা বা ফ্যাশন জাতীয় পন্য বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারেন। আর আপনার আইডিয়া তে থাকলে আমাদের কে ও জানান।
একটি প্লাটফর্ম তৈরী করাঃ
পন্য বিক্রি করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট প্লাটফর্ম প্রয়োজন। প্লাটফর্ম হিসাবে আপনি ফেসবুক পেজ এছাড়াও একটি ওয়েবসাইট থাকলে তো আর কথাই নেই। ক্রেতারা ফেসবুক পেইজ থেকে ওয়েবসাইট এর উপর বিশ্বাসযোগ্যতা বেশি।
পেইজঃ
খুব সহজেই আপনি একটি পেইজ ওপেন করতে পারেন সেখানে শপ পেইজটি ওপেন করে দিয়ে পন্য আপলোড করতে পারবেন।   
আর পেইজ খোলা এবং শপ বাটন ওপেন করার জন্য ভিডিও খুব শিগ্রিই আমাদের ব্লগসাইটে আপলোড হবে। আর ওয়েব সাইট ওপেন করা এবং সকল তথ্য আর কেমন খরচ হবে তা সম্পর্কে ধারনা দিবো পরবর্তী পোস্ট এ। আল্লাহ হাফেজ।                       

Post a Comment

0 Comments