Nataisuto

আলুটিলা গভীর আন্ধকারময় সুড়ঙ্গ

চট্টগ্রাম কিংবা ঢাকা হতে বহু দর্শনার্থী আসে নয়ানাবিরাম খাগড়াছড়ি দেখার জন্য। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা হতে পশ্চিম দিকে  ৭ কিলোমিটার দূরে সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। লোকশ্রুতি তে একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোন প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়।

সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল পাথরে আবৃত ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূ-গর্ভস্থ টানেলের মত যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় শেষ দিকে কিছু পথ মাথা নিচু করে হেটে যেতে হয়।

Post a Comment

0 Comments