Nataisuto

আলুটিলা গুহা, খাগড়াছড়ি।

আমি জুড়ে সারা বাংলাদেশ!!"
- আলুটিলা গুহা, খাগড়াছড়ি।
kcpsc

. .
খাগড়াছড়ির ভূপৃষ্ঠ বা আরও সুন্দর করে বললে, পর্বতপৃষ্ঠ থেকে অনেকগুলো সিঁড়ি বেয়ে পাহাড়ের পাদদেশে নামতে হয়। একটা মশাল অবশ্যই কিনে নিতে হবে। পথ চলতে মোবাইলের ফ্লাশ কাজে দিলেও ভাব নিতে এই মশালটা খুব কাজে দিয়েছে। একটা অন্যরকম ফিলিংস নিয়ে আসে হাতের মশালটা।

তো যাই হোক, আমি ভাবছিলাম ভেতরে ইঁদুর বাদুর সাপ ব্যাঙ সহ এদের খালাতো মামাতো ভাইব্রাদাররা থাকবে। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হল। এই গুহার সিস্টেম হল একদিক দিয়ে প্রবেশ, অন্য দিক দিয়ে বের হতে হবে। পাঁচ মিনিট সাঁইত্রিশ সেকেন্ডে হেঁটে পাড়ি দেওয়া যায় - এই হচ্ছে সমগ্র গুহার দৈর্ঘ্য।

 পুরাটা পথ আঁকাবাঁকা এব্রোথেব্রো উঁচুনিচু শিলায় শিলাময়। কোথাও পিচ্ছিল, কোথাও শুষ্ক, কোথাও বা একগাদা পানি পার করে পাড়ি দিতে হয় আলুটিলা গুহা।
একটা কথা বলে রাখা ভাল, অনেকেই মশালটার সুব্যবহার করতে পারে না নিজেদের স্বল্পজ্ঞাণের জন্য। যখনই মশালের আলো ফুরিয়ে আসে তখনই ওটাকে উপুড় করে ধরতে হয়। তখন বাঁশের তৈরি হাতলের ভেতর থেকে চিমনী তে আরও কিছু জ্বালানী এসে পৌঁছায়।

 এভাবেই মশালটা চাইলে প্রায় দশ মিনিট জ্বালানো যায়। ফিরে আসি গুহাতে। মজার ব্যাপার হচ্ছে এরকম একটা স্যাঁতসেঁতে অন্ধকার গুহায় আমি সাপ, ব্যাঙ অথবা শামুকের ছিটেফোঁটাও পাইনি। মাঝামাঝি যাবার পর একটু বায়ুস্বল্পতা অনুভূত হয়। যায়গাটা একটু বেশি সংকীর্ণ বলেই পিঠ এবং মাথা বাঁচিয়ে খুব সাবধানে এগোতে হয়। সবশেষে গুহা থেকে বের হয়ে আবার অনেকগুল সিঁড়ি অতিক্রম করে মানব সভ্যতায় ফিরে আসতে হয়।
যেভাবে যাবেন।
১। ঢাকা হতে, গাবতলি বা সায়েদাবাদ হতে প্রতিদিন সকাল ৯ টা পর্যন্ত খাগড়াছড়ির উদ্দেশ্যে বাস ছেড়ে আসে। এবং রাত ৮ টা ৪৫ হতে ১২ টা পর্যন্ত বাস পাওয়া যায়।
বাস সমূহঃ
NON AC (520tk)
1. Shanti pharibahan
2.S.Alam
3.Shayamoli pharibahan(SP & NR)
4.Eagle classic
5.Econo service.
6.Soudia
pc: bfk

AC
1.Hanif enterprise. HINO RM2 (1200)
2.saintmartin pharibahan. Hunday (1500)
3.Shanti pharibahan HINO AK1J (800)
4.ECONO 1J (800)
5.EAGLE 1J (800)
6.SAINTMARTIN 1J (800)
খাগড়াছড়ির আগে আলুটিলা নামক জায়গায় নেমে যেতে হবে। সেখান থেকে টিকেট সংগ্রহ করে প্রবেশ করতে হবে।
blogged by anam.

Post a Comment

0 Comments