Nataisuto

কিট লেন্স

ডিএসএলআর ক্যামেরা লেন্সের দুনিয়ায় ‘কিট লেন্স’ টার্মটি বেশ প্রসিদ্ধ, যদিও অধিকাংশ ব্যবহারকারীর মাঝে এটি বেশ ধোঁয়াশা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। প্রাথমিক অবস্থায় প্রায় সকল এন্ট্রি-লেভেলের ডিএসএলআর ব্যবহারকারী কিট লেন্স বলতে ১৮-৫৫ মি.মি. ফোকাল লেন্থের লেন্সটিকে চিনে থাকে। কিন্তু আসলে কিট লেন্স হচ্ছে কোনো ক্যামেরা বডির সাথে বাই-ডিফল্ট একটি লেন্স এবং সেটি যেকোনো লেন্স হতে পারে; উদাহরণস্বরূপ, Canon EOS kiss Xi7 মডেলটির সাথে কিট লেন্স হিসেবে ১৮-১৩৫ মি.মি. ফোকাল লেন্থের লেন্সটি একই প্যাকেজে অফার করা হয়। আর অধিকাংশ এন্ট্রি-লেভেলের ডিএসএলআরের সাথে কিট লেন্স হিসেবে ১৮-৫৫ মি.মি. লেন্সটি দেওয়ার মূল কারণ হচ্ছে, এটি দামে সস্তা এবং ক্যামেরা বডির দাম অনুযায়ী পরিমিত। এছাড়াও, এটি মোটামুটি ওয়াইড-এঙ্গেল থেকে মিড-টেলিফটো জুম রেঞ্জ অফার করে বিধায় নতুন ব্যবহারকারীরা ফটোগ্রাফির বহুমুখী স্বাদ গ্রহণ করতে পারে।



Canon EOS Kiss X7i ক্যামেরা সাথে কিট লেন্স হিসেবে EF-s 18-135 IS STM;

Post a Comment

0 Comments