Nataisuto

Realme C3 বাংলা রিভিও

গত দুই দিন ধরে Realme C3 ( Frozen Blue) ব্যাবহার করে যা বুঝলাম তা হল:

১ ডিসপ্লে: ব্রাইটনেস কিছুটা কম লাগে..কিন্তু ডিসপ্লে দেখতে খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে কালার প্রডিউস করে।। গেমের গ্রাফিকস দেখতে খুব সুন্দর লাগে।। অনেকক্ষন ডিসপ্লের দিকে তাকায় থাকলেও চোখ ব্যাথা করে না।।

২ টাচ: আমি তেমন কোন টাচ প্রবলেম পাই নাই।। ১০০ বারে ১ বার টাচ মিস হওয়ার মত আর কি।।

৩ হিটিং ইস্যু: আমি টানা ২-২:৩০ ঘণ্টা গেমিং করি তাতে যে গরম টুকু হয় তাতে বুঝার উপায় নাই এটা মিডিয়াটেক প্রসেসর দিয়ে তৈরি ফোন।।

৪ গেমিং গ্রাফিক্স: যে কোন গেমস আপনি ভাল গ্রাফিক্সে খেলতে পারবেন।।।আমি gfx tool দিয়ে পাবজি ৬০ এফপিএসে খেলতে পারি এবং ম্যাক্সিমাম টাইম ৬০ এফপিএসই পাই

৫ মালটিটাস্কিং: এর ৩ জিবি রেম হলেও এতে একসাথে ৩-৪ টা অ্যাপস আরামসে একসাথে রানিং রাখতে পারবেন।। আমি পারি।।

৬  গেম পারফরম্যান্স: পাবজী ছাড়াও অন্যান্য সব গেমস ভাল স্মুথ চলে।। বুঝার উপায় নাই এটা ৩ জিবি রেমের ফোন।। এবং এর গেম টার্বোটা ভালো কাজের...

৭ Gyroscope: এই ফোনে Gyroscope আছে কি নাই সেটা নিয়ে আমি কোন তর্কে যেতে চাই না কিন্তু যারা Gyroscope প্লেয়ার তাদের ভালো কষ্টে পড়তে হবে।।। যেমন আমার হচ্ছে।।এটা ফুল্লি মোশন সেন্সরটাকে সফট্ওয়েরের মাধ্যমে আংশিক gyroscope এর কাজ করে যা খুবই স্লো এন অ্যাকুরেট না।।


৮  ক্যামেরা: মাথায় রাখবেন এটা ১১ হাজার টাকার ফোন তখনই দেখবেন এটার ক্যামেরা খুব ভালো লাগতেছে

৯ ব্যাটারি: এটা নিয়ে কোন কথা হবে না 😍

১০ কল কোয়ালিটি & লাউড় স্পিকার: কল কোয়ালিতি আমার খুব ভাল লাগছে।। কোন নেটওয়ার্ক ইস্যু পাই নাই এখনও।। আর লাউডস্পিকার যথেষ্ট ভালো।।

১১ ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেসি: ফিঙ্গারপ্রিন্ট যোথেস্ট অ্যাকুরাতে & স্মুথ।। আমি এখনও কোন লেট রেসপন্স পাই নাই।।

১২ গান শোনার কোয়ালাটি: এটার গান শোনার এক্সপেরিয়েন্স ও আমার খুব ভালো ছিল।। যতেষ্ট লাউডে গান চলে।। এবং কোয়ালীটি ও ভালো।। বিল্ট ইন ইকোয়ালিজার এ অন্য রকম এক্সপেরিন্স পাওয়া যায়।।।

**পরিশেষে একটা কথাই বলবো যাদের বাজেট ১১ হাজার টাকা তারা এই ফোনটা কিনলে ঠকবেন না***

Post a Comment

0 Comments