The daughter of Kuakata beach or sea. Which is not as big as Cox's Bazar. But a very pleasant environment. Because of which many people who are traveling travel here.
কুয়াকাটা সমুদ্র সৈকত বা সাগর কন্যা। যা কক্সবাজার এর মত বিশাল না। কিন্তু খুব মনোরম পরিবেশ। যার কারণে অনেক ভ্রমণ পিপাসু মানুষ এখানে ছুটে আসে।
There are several places to look here. For example, the Mithripara Buddha Temple, the Red Crab Char, the three estuaries, the Kuakata Main Sea Beach, the Jhaban Gardens etc. But I liked the best to eat crabs near the mouth of the three rivers.
এখানে দেখার মতো বেশ কয়েকটি স্থান আছে।। যেমন মিশ্রিপাড়া বুদ্ধ মন্দির,লাল কাঁকড়ার চর, তিন নদীর মোহনা, কুয়াকাটা মেইন সমুদ্র সৈকত, ঝাউবন উদ্যান ইত্যাদি।তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তিন নদীর মোহনার কাছে কাঁকড়া খাওয়া।।
How to go (how I went) -
* Dhaka to Barisal kanok Transport Rental is Tk 400,
Time: 12:00 am I went to Barisal at 6 in the morning. Then the bus from Barisal to Kuakata 200 Rs. kuakata arrives at 7:30 in the morning.
While coming (how I came)
Barisal from Kuakata, 4-5 hours reached Barisal .. Then the Sundarbans 8 launches from Barisal Dhaka. Sadarghat at 4:00 am Rent 150 taka
Hotels: There are various types of hotels here.
We were in the Hotel Cinderella. The rent is worth Tk. 2000.
Eat-dawah: Because our hotel has all these arrangements, we did not have to eat outside.
Surrounding: We have seen all the places by renting the bikes. The only thing to be able to stop was the overloaded demand for local bikes. However, it will be agreed to 900-1000 rupees.
(The daughter of Kuakata beach or sea is full of beauty, so we should be careful not to spoil the beauty. And do not ruin the environment)
যেভাবে যাবেন (আমি যেভাবে গিয়েছি)-
*ঢাকা টু বরিশাল কনক পরিবহন ভাড়া ৪০০ টাকা,
সময়:১২:০০ টা বরিশাল গিয়েছি সকাল ৬টায়। তারপর বরিশাল থেকে কুয়াকাটা বাসে ২০০ টাকা। সকাল ৭:৩০ এ পৌঁছাই কুয়াকাটা।
*ঢাকা টু বরিশাল কনক পরিবহন ভাড়া ৪০০ টাকা,
সময়:১২:০০ টা বরিশাল গিয়েছি সকাল ৬টায়। তারপর বরিশাল থেকে কুয়াকাটা বাসে ২০০ টাকা। সকাল ৭:৩০ এ পৌঁছাই কুয়াকাটা।
আসার সময় (আমি যেভাবে এসেছিলাম)
কুয়াকাটা থেকে বরিশাল, ৪-৫ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বরিশাল।। তারপর সুন্দরবন ৮ লঞ্চে করে বরিশাল থেকে ঢাকা। ভোর ৪ টায় সদরঘাট। ভাড়া ১৫০ টাকা।
কুয়াকাটা থেকে বরিশাল, ৪-৫ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বরিশাল।। তারপর সুন্দরবন ৮ লঞ্চে করে বরিশাল থেকে ঢাকা। ভোর ৪ টায় সদরঘাট। ভাড়া ১৫০ টাকা।
হোটেল: এখানে নানা ধরনের হোটেল রয়েছে।
আমারা ছিলাম হোটেল সিনডেরেলা তে। ভাড়া ২০০০ টাকা।৪ জন থাকা যায়।
আমারা ছিলাম হোটেল সিনডেরেলা তে। ভাড়া ২০০০ টাকা।৪ জন থাকা যায়।
খাওয়া-দাওয়াঃ আমাদের হোটেল এ সব ধরনের ব্যবস্থা থাকায় আমাদের বাইরে খেতে হয় নি।।
ঘুরাঘুরি: বাইক ভাড়া করে আমারা সব গুলো জায়গা দেখেছি।।খারাপ লাগার মত একটাই ব্যাপার ছিল, সেটা লোকাল বাইকারদের বাইকে ঘুরার জন্য মাত্রাতিরিক্ত ভাড়ার চাহিদা।। তবে ৯০০-১০০০ টাকাতে রাজি হয়ে যাবে।
(কুয়াকাটা সমুদ্র সৈকত বা সাগর কন্যা সৌন্দর্যে ভরপুর,তাই আমাদের ও উচিত সৌন্দর্য যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা।আর পরিবেশকে নষ্ট না করা)
posted by kanok (tob)
0 Comments