Nataisuto

Ham Ham waterfall

Discovery চ্যানেলে সর্বদা Man vs Wild অনুষ্ঠানে বেয়ার গ্রিলস কে দেখে দেখে নিজের মধ্যে সেই ফিলিংসটা কাজ করতো, আর ভাবতাম ইসস আমিও এমনি করে জনমানবহীন এরকম গভীর জঙ্গলে যদি ট্র‍্যাকিং করতে পারতাম।

অনেকদিনের চিন্তা ভাবনার বাস্তবিক রুপ দিতে গতবছর ১২ জনের একটি টিম নিয়ে ছুটে গেছিলাম সিলেটের মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ থানায় অবস্থিত হামহাম ঝর্ণা দেখতে। কখনো কল্পনাও করতে পারিনি সেই স্বপ্নটা যে পুরোপুরি বাস্তবে এমনি করে রুপান্তরিত হবে। বলা বাহুল্য, এটা আমার জীবনের প্রথম ট্র‍্যাকিং। তাই হয়তো এক্সাইটমেন্টও ছিল আকাশচুম্বী।

আমরা গাড়ি রিজার্ভ করে নেওয়াতে পথিমধ্যে তেমন বেগ পোহাতে হয়নি। মূল ট্র‍্যাকিং স্থান হতে ৪-৫ কিঃমি পূর্বেই আমাদের গাড়ি থেকে নেমে হাটা শুরু করতে হল কারণ সেই পথটুকু ছিল কাচাঁ এবং বৃষ্টির দরুন গাড়ি যাতায়াতের অনুপযোগী ছিল।
যাক ভালই হইছে, তানাহলে চা বাগানের এমন সৌন্দর্যরুপটা হয়তো গাড়ির জানালা দিয়ে উকি মেরে দেখতে হত। হেটে হেটে মূল ট্র‍্যাকিং এর যত নিকটে যাচ্ছি তত শিহরিত হচ্ছি।
অতপর একটি গাইডের শরণাপন্ন হয়ে সরকারী রেজিস্ট্রি খাতায় নাম লিখিয়ে যখন মূল ট্র‍্যাকিং শুরু করলাম তখন নিজেকে পুরাই "বেয়ার গ্রিলস " মনে হচ্ছিল।
ট্র‍্যাকিং এর পুরো সময়টা মনে হচ্ছিল যেন আমাজন পাড়ি দিচ্ছি। এই রোমাঞ্চকর অনুভূতি একমাত্র তারাই অনুধাবন করতে পারবে যারা সেখানে গিয়েছিল

আর ঝর্ণার কথা না হয় নাই বললাম, ওইটা নিজ দায়িত্বে যেয়ে দেখে আসবেন।😎😎😎
বিঃদ্র_ এই অপরূপ সৌন্দর্যময় জায়গাগুলো আমাদেরই মত ট্রাভেলারদের দ্বারা নোংরা হচ্ছে যা খুবই লজ্জাজনক ব্যাপার কারণ প্রকৃতি আমাদেরকে তার সৌন্দর্যরূপ দ্বারা বিমোহিত করছে বিনিময় আমরা তাকে * * * * করছি। সুতরাং যেখানেই আপনি ট্রাভেল করুন না কেন অব্যশই এই ব্যাপারে নিজে সতর্ক হোন এবং অন্যেকে সতর্ক করুন।

Post a Comment

0 Comments