Nataisuto

CAL.TEX টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং Android app

পরিচয় করিয়ে দিচ্ছি টেক্সটাইল শিল্পে যুগান্তকারী একটি Android App এর সাথে। যার নাম CAL.TEX
.
এপটি ডেভেলপ করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের একজন ছাত্র। আশা করা যাচ্ছে এই CAL.TEX এপটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টাডিজ এবং টেক্সটাইল সংক্রান্ত গবেষণাকাজ সমাধা করতে অচিরেই অভূতপূর্ব অবদান রাখবে। বিভিন্ন জটিলতর হিসেব নিকাশ অতি সহজেই নির্ভুলভাবে দ্রুত সমাধান করার লক্ষ্যেই মূলত CAL.TEX এর এন্ড্রয়েড জগতে আগমন।
.
CAL.TEX মোট তিনটি কার্যকরী অংশ নিয়ে তৈরি। যেগুলো হচ্ছে :
- MatH
- Theory
- Textile Study Center
.
Math নামক অংশে পাওয়া যাবে Count, Weft Knit এর Weight এবং Weft Knitting Machine সংক্রান্ত যাবতীয় গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিশেষ ধরণের আলাদা আলাদা প্রোগ্রাম করা ক্যালকুলেটর। শুধুমাত্র প্রয়োজনীয় মান বসিয়েই এখানে বের করে ফেলা যাচ্ছে Direct system count, Indirect system count, time to wind, Warp weight, Weft weight, Fabric GSM সহ আরও অসংখ্য আলাদা আলাদা টেক্স হিসেব নিকাশ। এছাড়াও এখানে আমি পেয়েছি একটি Count Converter যাতে খুব সহজেই চার ধরণের Yarn Count থেকে প্রত্যেকেটি আলাদা এককে একই সাথে একই সময়ে কনভার্ট করা যায়।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের হাতেকলমে হিসেব নিকাশ করার দিন বোধহয় এবার শেষ। এখন সব হিসেব হবে Cal.TEX এপে।
.
এপের Theory অংশে পাওয়া যাচ্ছে Basic এবং Fabric Structure নামক দুইটা অংশ।
Basic এ থাকছে Textile Processing flow chart, বিভিন্ন ধরণের selvages সম্পর্কে সচিত্র ধারণা এবং আরও অনেক কিছু!!
Fabric Structure অংশে আছে Simple structure, Compound structure, Warp & Weft identification সহ আট দশ রকমের Combing, Weave এবং Effect এর চিত্রসহ pattern।  এছাড়াও থাকছে Fabric এর Front side এবং Back side চেনার সহজতর উপায়।
.
এপ্লিকেশনটির TSC বা Textile Study Center অংশে থাকছে একটি সহকারী ওয়েবসাইট, যেখানে আছে বিভিন্ন জার্নাল, ডকুমেন্ট, দেশি বিদেশি বইয়ের pdf সহ আরও অনেক কিছু!!
সাথে বোনাস হিসেবে পাওয়া যাচ্ছে বিভিন্ন ইনিস্টিটিউশনের প্রশ্নপত্র সহ ল্যাব রিপোর্ট। সর্বোপরি Cal.TEX এপটিকে পরিপূর্ণ একটি গাইডলাইন হিসেবে রূপ দিতে যা যা প্রয়োজন ছিলো তার সবই করতে আপ্রাণ চেষ্টা করেছে এপ ডেভেলপার টিম।
.
তবুও এপটি ব্যবহার করার পর আপনার যদি মনে হয় এটাকে আরও ডেভেলপ করা সম্ভব তাহলে অবশ্যই সেটা গুগল প্লে স্টোর থেকে App Developer কে মেইল করে জানানোর জন্য অনুরোধ করা হলো। আপনার আমার আমাদের সম্মিলিত প্রচেষ্টায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হয়ে উঠুক আরও সহজ এবং সুবোধ্য।
.
পরিশেষে বলতে বাধ্য হচ্ছি যে, টেক্সটাইল খাতে এরকম একটা সুদূরপ্রসারী এন্ড্রয়েড এপ্লিকেশন খুবই দরকারি ছিলো। সমস্ত বুটেক্সিয়ান, এক্স বুটেক্সিয়ান এবং টেক্সটাইল জগতের সাথে সম্পৃক্ত সকলের জন্য Cal.TEX একটি অপরিহার্য এপ যা জটিলতর হিসাবকে সমাধান করবে চোখের পলকে।
.
( Play Store এ গিয়ে Cal.TEX লিখে সার্চ দিলেই পাওয়া যাবে এপটি)

Post a Comment

0 Comments