Nataisuto

কিছু আশ্চর্য করা তথ্য।

আমরা সাধারনত কিছু জিনিস ভুল জানি, আর সেগুলো খুব কমন জিনিস, আজ আমরা জানবো-> তালার মধ্যে ছোট ছিদ্র কেন থাকে? আমারা মাঝে মাঝে তালা যেন ভালো থাকে তার জন্য গ্রিজ কিংবা তেন দিয়ে থাকি, সাধারনত যদি তালার ভিতরে তেল পরিমানের চেয়ে বেশি থাকে তবে তালাটি কাজ করবেনা। তাই অতিরিক্ত তেল বের করে দেওয়ার জন্য এ ছিদ্র। আর যদি পানি ডুকে তা যেন সহজে বের হতে পারে তার জন্য। পেপসি কোককোলার কেন বোতল এর স্টিল চীপঃ- আমরা যথা সময়ে যথা কাজ করতে পারি না। আমরা জানি যে স্টিল চিপ টি দেওয়া হয় কেন টি খোলার জন্য। তবে হ্যা তা খোলার কাযে লাগে তবে এটার মুল কাজ হলো আমরা যখন স্ট্র দিয়ে খাই তখন স্ট্র টা আটকে রাখার জন্য এ চিপ।

Post a Comment

0 Comments