Nataisuto

যা না জানতেন আর আজ যা জানবেন।

রেডিমেড কাপড়ের সাথে এক্সট্রা কাপড়ঃ- আমরা ভাবতাম এ কাপর টা দেওয়া হতো যদি কখন্ব কাপড় ছিড়ে যায় তখন সেখানে জোড়া দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে তা না। এক্সট্রা কাপড় টা দেওয়া হয় ওয়াশিংং টেস্ট এর জন্য। আপনার কপড়টি কি ডিটেরজেন্ট এর সাথে এডজাস্ট হবে কি না তা আগে চেক করার জন্য। কলমের ক্যাপে ছোট ছিদ্রঃ আমরা ভাবতাম এ ছিদ্র গুলো দেওয়া হয় বাতাস আটকে যেন কলমের কালি বসে না যায় তাই। কিন্তু তা নয়। বাস্তবিক ভাবে এটা দেওয়া হয়, আমরা যখন ক্যাপ আটকাই তখন যেন বাতাস না জমে তাই। আর অনেকের এ কলমের ক্যাপ কামড়ানোর অভ্যাস আছে এবং অনেকেই খেয়ে ফেলে। যখন এটা খেয়ে ফেলে তখন যেন সে নিশ্বাস নিতে পাড়ে তাই এই ছিদ্র। এমন আরো অজানা তথ্য জানতে আমাদের সাথে থাকুন। আমাদের পেইজ এ লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ। #এনাম।

Post a Comment

0 Comments