Nataisuto

আজব চাটগাঁও।

বিয়ে শাদী নিয়ে চট্টগ্রাম এর স্ট্যাটাসই আলাদা। জাকজমক আর লেনদেন নিয়ে কদিন পরপরই মজার সব ঘটনা ঘটে। এবার আনোয়ারায় বিয়ে ভাঙ্গতে বসেছে বিয়ের মেনুতে চিংড়ি না থাকায়।
আমিরাত ফেরত বর ১৮ দিন আগে আকদ করা বউকে তুলে নেয়ার অনুষ্ঠানের খাবারের টেবিলে মুরগির রোস্ট, খাসির কোর্মা, পোলাও ইত্যাদির সাথে চিংড়ি দেখতে না পেয়ে হইচই বাধিয়ে দিয়েছে। শুধু কি কনেপক্ষ, বরপক্ষের আত্মীয় বন্ধুরাও বরকে কোনমতে থামাতে পারে নাই। টেবিলেই তর্কাতর্কি, চেঁচামেচি থেকে হাতাহাতি শুরু। শেষ পর্যন্ত পুলিশ এসে কোনমতে গন্ডগোল থামিয়েছে। ভাগ্য ভাল ব্যাপারটা মামলা পর্যন্ত গড়ায় নাই। মানে, চিংড়ি ছাড়া আপ্যায়ন করায় মানহানির মামলা আর কি। তবে পুলিশ অভিযোগ নিতে রাজি হয় নাই, বলছে আপনারা সমাধান করেন। মেয়ের বাবা মেয়েকে আর বিয়ের অনুষ্ঠানে বরের কাছে ভয়ে তুলে দেয় নাই। ৫০০ বরযাত্রী নিয়ে খেতে আসছে, তাও শোকর বলতে কিছু নাই !! আমি মেয়ের বাপ হলে ওখানেই আলহামদুলিল্লাহ বলে ডিভোর্স দিয়ে বিদায় দিতাম। মুরগীর রোস্ট আর খাসির কোর্মা যার গলা দিয়ে নামে না, সে তো সারাজীবন খাইখাই করবে। চিংড়ির জন্য নইলে অন্য কিছুর জন্য মেয়ের গলা চিপে ধরতে কতক্ষণ? যে একটা খাবারের আইটেমের জন্য টেবিলে হাজার মানুষের সামনে গলাবাজি আর মারপিট করে, সে যে কোন অজুহাতেই বউ পিটাবে। এই লোকের বেশী বেশী প্রচার হওয়া দরকার যাতে ভবিষ্যৎ এও বউ না পায়, টেবিলে শুধু চিংড়িই পায়। মধ্যপ্রাচ্যে এই লোক মাসে কয়বার চিংড়ি খায় দেখা দরকার। এর সাহস কত, এত সুন্দর আয়োজন করা কনেপক্ষের সাথে এই সামান্য অজুহাতে বাকবিতন্ডায় জড়িয়েছে। ১৮ দিনের বউয়ের সম্মানের কথা এই গাধার একবার ও স্মরণ হল না। তোর না হয় ইজ্জত নাই, কনেপক্ষের তো আছে। প্রীতিভোজের দিন বর উত্তেজিত হয়ে বলেছিল-আজিয়া লই যাইয্যুম, হালিয়া ছাড়ি দিয়্যুম” (আজ নিযে যাব, কাল ছেড়ে দেব)। এই ছ্যাঁচড়ার চিন্তাভাবনার স্টাইল দেখছেন? ৬২ হাজার টাকার ফার্নিচার ও ঠিকই নিতে লজ্জা লাগেনি। যতই সমাধান হোক, এই লোকের কাছে কোন মেয়ে নিরাপদ না। শেষ সংবাদে জানা গেছে, মেয়েকে ৩ লাখ টাকা ফিক্সড ডিপোজিট দিয়ে নাকি তুলে নিয়ে যাবে। মেয়েকে দুইদিন পর ফুসলায় নইলে ধাতানি দিয়ে টাকাটা যে আবার উসুল করবে, সন্দেহ আছে? এই বরকে অনির্দিষ্টকালের জন্য চিংড়ির চৌবাচ্চার মধ্যে চুবিয়ে রাখা দরকার!! দুজন লোক চেপে ধরে রাখবে দিনরাত, উঠতে দিবে না। খা চিংড়ি, যত পারিস!!

Post a Comment

0 Comments