Nataisuto

জীবনটা এখানে শেষ নয় এখানেই জীবনের শুরু।

দেড় দুই বছর প্রেম করার পরে ভালোবাসার মানুষ আপনাকে ডাম্প করে চলে গেছে। স্বপ্ন ভাঙ্গার তীব্র দহণে আপনি ছটফট করছেন। হঠাৎ করেই আপনার পৃথিবী আপ-সাইড ডাউন হয়ে গেছে। মনে হচ্ছে লিটারেলি আপনার সব কিছু শেষ হয়ে গেছে। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছেন আপনি। আপনিও আপনার বাবা-মায়ের বিশ/পঁচিশ বছরে স্বপ্ন। প্রতিদিনের হাজারটা স্যাক্রিফাইস, অবর্ণনীয় পরিশ্রম, আর সীমাহীন মমতা, তাদের আপনাকে নিয়ে স্বপ্ন দেখাতে সাহস জুগিয়েছে। দুই বছরে স্বপ্ন ভেঙ্গে যাওয়ায় আপনার নিজেকে নরকবাসী মনে হচ্ছে। আর পঁচিশ বছরের স্বপ্ন ভেঙ্গে যাওয়ায় আপনার পরিবারের উপর কয়টা নরক হাজির হয়েছে ভাবতে পারেন। আপনি যখন প্রেমিকের সারপ্রাইজ রিং পেয়ে তাকে ঠেসে ধরেন পার্কে, তখন কি একবারো চিন্তা করেছেন- আপনার মা-বাবাও ছোটকাল থেকে একজন যুবক আপনার হাতে রিং পরিয়ে দিবে এমন একটা স্বপ্ন দেখেছে। তারা স্বপ্ন দেখেছে সেই রিং পরানোর আসরে তারাও থাকবে। হয়ত আপনার মধ্যবিত্ত বাবা-মা কিছু কিছু টাকাও জমানো শুরু করেছে আপনাকে সুন্দর করে সাজিয়ে, সাধ্যের মধ্যে ধুমধাম করে বিয়ে দিবে বলে। আপনারা যারা ফেইসবুকে সেই সুইট কাপলদের পিকে নিজ প্রেমিককে ট্যাগ করেন এই বলে যে,"বাবু, তুমিও আমাকে এইভাবে হাটু গেড়ে উইল ইউ ম্যারি মি বলবা" - তখন আপনার বাবার পুরোনো পাওয়ারের চশমা, রংচটা শার্টের কথা মনে পড়ে? একটা ছেলে যখন বড় হয়। বিয়ের উপযুক্ত হয়। আমাদের মায়েরা খুব অদ্ভুত কিছু কাজ করে। সুন্দরী ভদ্র কোন মেয়ে পেলে খোঁজখবর নেয়া শুরু করে। ছেলের বউ হিসেবে ভাবতে শুরু করে। প্রতিবেশিদের উপযুক্ত মেয়ের সন্ধান আনতে বলে। ছেলের বিয়ে, বউ, নাতি-নাতনী নিয়ে হাজারটা স্বপ্ন দেখে। আর স্বপ্নগুলি তারা দেখে এসেছেন প্রায় ২০/২৫/৩০ বছর ধরে। ওয়ান ফাইন মর্নিং আপনি যখন একটা মেয়েকে নিয়ে হাজির হন বা পালিয়ে যান, তখন তাদেরও স্বপ্ন ভেঙ্গে যায়। তাদের স্বপ্ন ভাঙ্গার আগে আপনার কি একবারো মনে পরে নাই, প্রেমিকা নিয়ে রেস্টুরেন্ট খাওয়ার বিলের টাকা, হ্যাং আউটের টাকাটা এসেছে আপনার বাবা-মায়ের অনেক বেলা না খাওয়া কিংবা কম খাওয়া থেকে জমানো সঞ্চয় থেকে। আপনার দামী রেস্টুরেন্টে চেকিন, আপনার ডসলার, বাইক, আপনার সিক্স প্যাক, আপনার কুল ড্যুড গেটাপ সব এসেছে আপনার বাবা-মায়ের কল্যানে। এত কিছুর বিনিময়ে আপনার পরিবার কি আপনাকে নিয়ে সামান্য কিছু স্বপ্নও দেখতে পারবে না? সো স্টপ বিয়িং সুইট কাপল। সুসন্তান হউন আগে। পরে সুইট কাপল হন। একমাত্র আপনার পিতামাতাই আপনার ভালো চায়।আপনার পিতামাতার কোন ডিসিসন যদি আপনার জন্য মঙ্গল বয়ে না আনে (খুব কম সময়ই তাদের ডিসিসন রং বলে প্রামাণিত হয়), তবে সেটা তাদের কোন দোষ নয়। তারা আপনার জন্য সেরাটাই চেয়েছে। হয়ত পরিকল্পনাটা ঠিক কাজে দেয়নি। কিন্তু তাদের চেস্টায় কোন ত্রুটি ছিল না। আনিকা, সনিকা, মনিকা/সাদ, রোহান, জোভানদের সাথে থাকতে আপনার ভালো লাগে, মানেই যে আপনি সারাজীবন ভালো থাকবেন তা না। আপনার ভালোবাসার অনেকটাই হয়ত যৌনতা। নিজের সর্বোচ্চ চেস্টা করুন, আপনার আনন্দে, আপনার স্বপ্ন বাস্তবায়নের দিনে আপনার পিতামাতাকেও রাখতে।

Post a Comment

0 Comments